...

Friday, October 11, 2024

তাঁতি বাজারে পেট্রোল বোমা নিক্ষেপ

 


আপনারা জেনে অবাক হবেন যে আজ সন্ধ্যা বেলায়। ঢাকাস্থ তাদের বাজার পূজা মন্ডপে ককটেল বোমা নিক্ষেপ করা হয়। পেট্রোল বোমা নিক্ষেপ ও সুনিতা ঘাটে ঘটনাস্থলে দুইজন ব্যক্তি আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার প্রেক্ষাপট নিয়ে পুলিশি তদন্ত চলছে। এই

পূজার মঞ্চ লক্ষ করে পেট্রল বোমা নিক্ষেপ করছেন একজনছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া

পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেটিতে সামান্য আগুন ধরলেও কেউ হতাহত হয়নি। কালো হয়ে যাওয়া সলতেসহ পেট্রলভর্তি কাচের বোতলটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলছেন, পূজামণ্ডপের পাশের একটি গলি থেকে কয়েকজন যুবক পূজার মঞ্চ লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারেন। স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের ধরতে গেলে তাঁরা ছুরিকাঘাত করেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

তবে তাঁতীবাজার পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শাহ প্রথম আলোকে বলেন, পেট্রলবোমা হামলা ও ছিনতাই দুটি পৃথক ঘটনা। পূজামণ্ডপে নাশকতার জন্য পেট্রলবোমা হামলা করা হয়েছে।

No comments:

Post a Comment

অন্যদের প্রতি নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে কিছু অভ্যাস,

  অন্যদের প্রতি নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে কিছু অভ্যাস, মনোভাব ও কৌশল চর্চা করা যেতে পারে। নিচে ধাপে ধাপে বলছি— 🌱 ১. নিজেকে সচেতন করুন...