...

Sunday, October 26, 2025

বেসরকারি স্কুল কলেজে অভিযান চালানোর পরিকল্পনা

 


দেশের বিভিন্ন সরকারি সংস্থা এবং স্কুল-কলেজের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেও দুর্নীতি অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হতে পারে।

রবিবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুদক কেবল সরকারি স্কুল-কলেজে অভিযান চালায়। তবে বেসরকারিতেও নানা অনিয়ম রয়েছে। এ অনিয়ম বন্ধে দুদকের মাধ্যমে অভিযান পরিচালনা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব এসেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, এটি একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করতে পারলে ভালো হবে। নির্বাচন হয়ে গেলে উপদেষ্টা পরিষদের এমন প্রস্তাব বাস্তবায়ন হবে না বলেই মনে হচ্ছে।

Advertisement

No comments:

Post a Comment

অন্যদের প্রতি নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে কিছু অভ্যাস,

  অন্যদের প্রতি নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে কিছু অভ্যাস, মনোভাব ও কৌশল চর্চা করা যেতে পারে। নিচে ধাপে ধাপে বলছি— 🌱 ১. নিজেকে সচেতন করুন...