...

Tuesday, September 30, 2025

বিশ্বাস করবেন কেন?

 একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক, ঢাকা থেকে দিনাজপুর আসার সময় ট্রেনে শোভন চেয়ার এর একই সীটে ফিরার সময় এক মহিলার সঙ্গে পরিচয়। তার ছোট বাচ্চাকে ঘমানোর জন্য সুযোগ করে দেওয়া থেকে পরিচয় তারপর আলাপ চারিতা তারপর ভােইবোনের সম্পর্ক, ফোন নাম্বার আদান প্রদান। তারপর মাঝে মাঝে কথা বলা ইত্যাদি। আমি খবর পেয়েছিলাম সম্পর্কটা পরবর্তীতে খারাবের দিকে যেতে পারত কিন্তু কারণ বশতঃ যায়নি। পরবর্তীতে আমি আমার বন্ধুর কাছে শুনেছি যায়নি। ভাবতে পেরেছেন যদি যেত তাহলে হয়তো প্রতারিত হতে পারত, খুন হতে পারত, হয়রানি হতে পারত ইত্যাদি ইত্যাদি। 

আমার কাছে আরও অনেক উদাহরণ আছে আপনার কাছেও আছে। কিন্তু আপনি প্রকাশ করেন নি। পেচিয়ে কথা বলার আমার অভ্যাস নেই তাই সরাসরি আসল কথা বলি। আমরা যারা নেতাদের পিছনে ঘুরি তারা কি সবাই ভালো উদ্দেশ্যে ঘুরে কেউ ঘুরে টাকার লোভে কেউ বা অন্য কোন কারনে। তারা যদি নিজের পিছনে সময়টা দিত তাহলে নিজের তার পরিবারের এবং দেশ ও জাতির উন্নতি হত। বিষয়টা খুবই পরিষ্কার যে নিজের ও পরিবারের জন্য ভালো হলে সবার ভালো। প্রকৃত পক্ষে আজকের দিনে কাজ পাওয়াও কঠিন দুরহ ব্যাপার, তাই কি আমরা অন্যের পিছনে ফালতু সময় দিয়ে ফেলি। তবে অযথা সময় নষ্ঠ না করে নিজের জন্য সময়টা দেওয়া উচিৎ। 

আজকের দিনে সবাই আপনার মনোস্তাস্তিক বিষয় বুঝে নিয়ে আপনাকে নিয়ে সুকৌশলে খেলতে থাকে আর আপনি হয়ে যান দাবার গুটি। তাই আজকের দিনে সহজে কারও প্রতি অন্ধের মত বিশ্বাস করবেন না কারন সুযোগ পেলে কেউ আপনাকে সহজে ছেড়ে দেবেন না।....

No comments:

Post a Comment

অন্যদের প্রতি নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে কিছু অভ্যাস,

  অন্যদের প্রতি নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে কিছু অভ্যাস, মনোভাব ও কৌশল চর্চা করা যেতে পারে। নিচে ধাপে ধাপে বলছি— 🌱 ১. নিজেকে সচেতন করুন...