...

Monday, October 27, 2025

আবারও কী একপক্ষীয় নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে?


আবারও কী একপক্ষীয় নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে?ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে (ফাইল ছবি)

ছবির উৎস,NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান,ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে (ফাইল ছবি)

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের মতো এক পক্ষকে বাদ দিয়ে একটি নির্বাচন হবে- সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে।

যদিও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত।

তারপরেও ভোটের রাজনীতিতে এদের সবারই দীর্ঘকালীন পরিচিত হলো 'আওয়ামী লীগ বিরোধী' হিসেবেই।

পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ও পুরনো কোনো কোনো রাজনৈতিক দল বলছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে 'নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না', আবার কোনও দল বলছে 'বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল' কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না'।

আর সেটি হলে সামনের নির্বাচনটিতে শুধুমাত্র 'আওয়ামী লীগ বিরোধীদেরই' দেখা যাবে বলে মনে করছেন অনেকে।

No comments:

Post a Comment

অন্যদের প্রতি নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে কিছু অভ্যাস,

  অন্যদের প্রতি নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে কিছু অভ্যাস, মনোভাব ও কৌশল চর্চা করা যেতে পারে। নিচে ধাপে ধাপে বলছি— 🌱 ১. নিজেকে সচেতন করুন...